কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

পৃথা রায় চৌধুরীর কবিতা

তৃতীয় প্রকৃতিতে স্বাগত


বিশ্বাসে মিলিয়ে যায় মেঘলা আরশিজল,

রাস্তার তেকোনা ভাঁজে পড়ে থাকে আদুরে ছায়া।

বৃষ্টিমন ভিজে গেলে ধেয়ে আসে গ্রহণকাল।


ঈশ্বর এসেছেন, অর্ধনারীশ্বর। প্রকৃতি ডাকছে, অর্ধনারীশ্বর।

যুগল কন্ঠস্বরে সৃষ্টির উচ্ছ্বাস।

কোনো পুরাণ নামিয়ে আনা হয় না,

শুধু স্নানতৃপ্ত ভুলে যায় অভিমান।


বেদানার নির্যাসে আতংকনীল দিন ছুটে যায় খুশিগলি।

এগিয়ে আসে শিশুনারী। চিনে নেওয়া যায় তার নষ্ট কাজলটিপ।


তিলগ্রাসের প্রলম্বিত দোলকে ধেয়ে আসে দেহগ্রাস।



চাইনিজ নয়... চেকার


স্নানরত চাঁদ দেখেছো বহুবার

রঙচটা সদরের ঘাটে ঈশ্বর দাঁড়িয়ে।

দীঘল যে জ্বালার কাছে আত্মসমর্পণ,

তার খোঁজে পালটে যায় আলোহীন প্রান্তর।


সুললিত বেতের আওয়াজে

ভেসে আসে মৃদু তন্দ্রাবাতাস।


প্রথম নারীবোতাম খুলতে যে অস্থিরতা

দ্বিতীয় নারীবোতামে তাতে মিশে যায়, তৃতীয়র অপেক্ষা।

বিশ্বাস করা কঠিন, নষ্টবোতামেরা সাহসী হয়ে যায়!


গন্তব্য পালটে যায়, অ্যাট দ্য টার্ন অফ এ ডাইস...

শেষ স্টেশন বলে কিছু হয়না।


               HOME

এই লেখাটা শেয়ার করুন