কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

কাকলি গঙ্গোপাধ্যায়ের কবিতা

ব্রিজটা ভেঙে গেছে


ব্রিজটা ভেঙে গেছে

এ-পারের মানুষ আর ও-পারে যেতে পারছে না

অথচ একসময় কত হাসি-কান্না, গোল্লাছুট একসাথে


ব্রিজটা ভেঙে গেছে

এ সময়ের মানুষ আর ওই সময়ে যেতে পারছে না

অথচ একসময় কত তর্কবিতর্ক, শিক্ষা, পরম্পরা, শ্রদ্ধা


ব্রিজটা ভেঙে গেছে

এ-ঘরের মানুষ আর ও-ঘরে যেতে পারছে না

অথচ একসময় কত মন ছোঁয়াছুঁয়ি, মান-অভিমান, নিবিড় সুখ


মজবুত ব্রিজ গড়ার কারিগরগুলো

দেশ ছেড়ে কোথায় গেল!


                       HOME

এই লেখাটা শেয়ার করুন