কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

সমর চক্রবর্তীর কবিতা

মেলা


মন্ত্রী এসে ফিতে কাটলে গেইট দেবে খুলে

তিন তিন তিনটি ঘন্টা দাঁড়িয়ে থেকে

মানুষ ঘরেতে যায় চলে



চুপ


আমি পথে বসে আছি।

পথ কখনো আমার খারাপ লাগেনা।

নতুন পথের প্রতিশ্রুতি নিয়ে যারা এসেছিল,

আজ তা পুরোনোর কথা বলায়

আমার পুরনো পথটি ভেঙে দিয়ে গেছে!

আমার ঘরের সাথে

রাজপথ ধরে আসা

সব পথের মানুষ, শব্দহীন


                       HOME

এই লেখাটা শেয়ার করুন