কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

ইন্দ্রনীল সেনগুপ্তের কবিতা

নিজের মুখোমুখি


কত কথা বলে যায় প্রবল বাতাস-

মনে হয় রোদ্দুর দেখেনি কখনো সে

যে আবদ্ধ ছিল এক পাতার কুটিরে;

প্রতিদিন বয়ে যেত এলোমেলো হাওয়া

বৃষ্টিও ঝরে যেত পাতার ওপর

এমনই ছিদ্রহীন ছিল বনাঞ্চল।


দেখিনি যদিও কোন অদ্ভুত চলন;

তবু তার হুঙ্কার ছুঁয়ে যেত মন,

তবু তার হাহাকার আমার জীবন,

তবু তার উল্লাস আমার মরণ।


এইবার মুখোমুখি হয়েছি তাহার,

কেটে গেছে জীবনের অনেক সময়,

এইবার আমি আর উন্মুক্ত সে

একসঙ্গে হেঁটে যাই জীবনের পথ।

               

               HOME

এই লেখাটা শেয়ার করুন