কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

নীলাদ্রি ভট্টাচার্যের কবিতা

অতল


নিঃসৃত শব্দ প্রতিবিম্বে নিয়মিত প্রবেশ করে শূন্যের আলো।

ইতস্তত বৃষ্টিপাত দুই টুকরো অস্তিত্বে

জল মাখা বিনুনির নিজস্ব অযাচিত গন্ধ।

জমাট চোখের কাদায় পা আটকে কান্না পোহায়

মন বারান্দায় সাদামাঠা ফসলের গাত্রফোঁটা।

আহত জন্মের সিঁড়ি বেয়ে রোজ এই পথে আমার অরণ্যময় কাব্যব্যথা

এলোমেলো ভিমরুল খোঁজে বিগতবসন্ত স্পর্শ।

 

                HOME

এই লেখাটা শেয়ার করুন