কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

বিশ্বজিৎ লায়েকের কবিতা

পোড়ামাটির ঘর


নিজের হারমোনিয়াম থেকে বেরিয়ে আজ

তোমাকে একটু অন্য রকম বাজালাম

মৃদু বাতাসে ভাসিয়ে দিলাম কালো ছায়া

আগে কথা কাটাকাটি হত, তারপরে ঝগড়াঝাটি

বনিবনা নিয়ে আমরা চলে যেতাম গোলমুরি সার্কাস ময়দানে

তিব্বতের রিফিউজিরা ওখানে আসতো শীতের পোশাক নিয়ে

আমরা শীত নিয়ে গিয়ে ফেরত নিয়ে আসতাম মাথা গরম


এখন আর কথা কাটাকাটি নেই, ঝগড়াঝাটি নেই শুধু পড়ে আছে দাগ

বিষণ্ণ কালো ছায়ার ভিতর কেউ যেন লাফিয়ে ওঠে বসে আছে

 

                HOME

এই লেখাটা শেয়ার করুন