ছড়া

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

রফিক উদ্দিন লস্করের ছড়া

গরীবের আত্মকথা


নিঃস্বদের খাবার অভাব

নেইকো তাদের ঘর,

ছায়াসঙ্গী দুঃখ তাদের

থাকে জীবন ভর।


পথে পথে ঘুরছে শুধু

পেতেই একটি কাজ,

কামাই করতে সৎ পথে

নেইকো কোন লাজ।


থাকার মতো জায়গা নেই

গরম কিংবা শীতে,

কষ্ট করে রাতটা কাটায়

ষ্টেশনে বা ফুটপাতে।


শীর্ণ দেহে অল্প কাপড়

কেউ করে যে ভিক্ষা,

অসুখ বিসুখ হলে পরে

কে করিবে রক্ষা!


দুঃখ নিয়ে জন্ম যাদের

দুঃখের সাথে লড়ে,

ছিন্নভিন্ন জীবন তাদের

কাল বোশেখির ঝড়ে।


তারা মানুষ আমরা মানুষ

মরার পরেই লাশ,

তাদের কাছে মানব জনম

ঘটালো সর্বনাশ?


            HOME

এই লেখাটা শেয়ার করুন