কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

শুভেশ চৌধুরীর কবিতা

টেবিল


শর্ত, আলোর উপস্থিতি

অন্ধকার নেমে আসলে টেবিল মাটি পথ একাকার

মোর মনে তুই আছিস

টেবিলের প্রতিপক্ষ বলে।

ঘাবড়ে যাই

আমার কাছে, আমি ছাড়া সব কিছু আছে

বৈকুণ্ঠ?

হদিস নাই হদিস নাই।

মুঠি খুললে সর্বস্ব, তুই জানিস নাই।

হাতের তালু ধরে আছে আকাশ

সর্বস্বান্ত হলে পরেও, ধরে রাখতে পারে মূলধন।

টেবিলে মুখোমুখি আমি ও আমার সংজ্ঞা।



ছল


মিথ্যা অভিনয়, মামলা বিবাদ

সত্য, ঘুড়ির সুতো

কেটে গেলে

প্রপাত ধরণিতল।

চেষ্টা আয়নায় অভিনয় মুখস্ত না করা

মুখোমুখি দাঁড়ানো গাছের কুকুরের বিড়ালের ঝড়ের ফুলের প্রতিবেশীর ক্রেতা বিক্রেতাদের মাঝে

প্রস্তুতিবিহীন।


               HOME

এই লেখাটা শেয়ার করুন