কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

রফিক উদ্দিন লস্করের কবিতা

মধ্যবিত্ত


এক আকাশ আক্ষেপে ভরা জীবন

সকাল দুপুর, বিকেল এমনকি সারা রাত

ভাবতে ভাবতে চলে যায় সময়,

মাস গড়িয়ে বছর এমনকি আমৃত্যু হতাশায়।

কারণে অকারণে নানা গুঞ্জন

বাস্তবতার সাথে সংঘর্ষ প্রতিনিয়ত, এটাই ধর্ম।

অদৃশ্য শক্ত দেয়ালে ঘেরা চারপাশ

বড় দুর্বোধ্য, একতিল ও নড়ানো যায়না

মাঝরাতে বসে ভাবতে থাকে শুধু, অশ্রু গড়ায়।

দিনান্তে সব রাগ পড়ে ঈশ্বরের উপর,

পরাজয় ঘটে দিনের পর দিন

তবুও এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকা।


                       HOME

এই লেখাটা শেয়ার করুন