কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

সুদীপ ঘোষালের কবিতা

টুকরো কথা


অন্ধজনেরও অধিকার রবির আলোয়

নীরবতা বলে অনেক না বলা কথা

পাখি ওড়ে আর হাসে ঘাটে খাঁচা কেন কাঁদে

নদী নারী পুরুষ ঝর্ণা ভালোবাসো সুন্দর মনের সুন্দরী

খোলা মাঠ মনের পাঠশালা

ডিগ্রি র থেকে বড় মনুষ্যত্ব


গাছ জীবন কবি স্পন্দন প্রিয়জন জনপ্রিয়

যতই পড়ি আজীবন আমরা ছাত্র

পৃথিবী প্রশ্ন উত্তর প্রকৃতি

গরম বাড়ায় শীতলতার প্রতি শ্রদ্ধা

পৃথিবী সমগ্র প্রাণী ও জীব জগতের শুধু মানুষের নয়

উঠোনে একবাটি জল পাখি পান করে

একটাই ছাদ খোলা নীলাকাশ

একই পরিণতি মাটি শুধু মাটি

মাটি বিনা গতি নাই মানুষের কোনো জাত নাই

গোঁড়ামি নয় জ্ঞানই ব্রাহ্মণের পরিচয়

 

                      HOME

এই লেখাটা শেয়ার করুন