কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

অমিতাভ করের কবিতা

কম্পাস


কখনো সখনো মানুষের কম্পাস খারাপ হলে

উত্তরকে সোজাসুজি পূব মনে হয়


মনে হয় সব চায়ের দোকানি, ট্র্যাফিক পুলিশ

ষড় করে আছে; কীভাবে ভোলাবে পথ


ফলত মানুষ খালাসিটোলার রাস্তা

আর বাড়ি ফেরার সরণি একাকার করে ফেলে


মানুষ তখন নিজেকে ঝাঁকুনি দিয়ে রাম, শ্যাম

সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, “দাদা, বলুন না

দাদা, ভুল পথে যাচ্ছিনা তো?”


               HOME

এই লেখাটা শেয়ার করুন