কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

প্রণব বসুরায়ের কবিতা

যাপন চিত্র


কিছু কথা, যা রক্তে লেখার...

নিরীহ কলম কি বোঝে সে বেদনা!


ফল জানে শুধু খসে পড়তেই

নাড়ি-ছেঁড়া ক্ষত বুঝি তাহাতে পৌঁছোয়?


আমি তার জানি না কিছুই...


 


আমাদের ত্যক্ত ডানায়


নিকটে নয়, এখানে গরু তরু রাম ও রহিম

ছায়া নেই, আদিগন্ত ধূ ধূ বালির সাগর, নেই স্নান

কাঁটা গাছে ভরেছে নার্সারী, আর

সব ফল শিশুপ্রিয় নরম রবারের...

অক্ষর সাজানোর খেলা শেষ হলে

চলে যাব তমিস্রার দিকে উটে চেপে...


আমাদের ত্যক্ত ডানায়

লেগে যাবে হিম যুগ, বরফের কুচি

               

               HOME

এই লেখাটা শেয়ার করুন