কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

পার্থ ঘোষের কবিতা

অমরত্বের গোপন কথা


তোমাকে কবিতাই লিখতে হবে

এমন দিব্যি কেউ দেয়নি।


একটাও কবিতা না লিখে

তুমি কাঙ্ক্ষিত অমরত্বও পেতে পারো

পেতে পারো শতাব্দীর শ্রেষ্ঠ নীলাভ মৃত্যুটি,

তবে একটাই শর্ত -


অন্তিম ক্ষণের আগে তোমাকেও জানতে হবে

তুমিও জীবিত ছিলে এতদিন।



কে জানত


তুমি চাইলেই সহস্র মুদ্রায় একাকীত্বের স্বর্ণমৃগ

কিনতে পারো না।


চার দেয়ালের ভিতর উত্তাল ঢেউ

উপরে সুবিশাল আকাশ নক্ষত্রখচিত

সবুজ গালিচায় ওড়ে দৈব পালক।


শঙ্কাহীন ইঁদুর ছানাদের সাথে ভাব হলে জানতে

অপত্যস্নেহ কাহাকে বলে?


প্রতিটা রাত্রির শেষে মনে হয়-

মৃত্যুও এত সুখের হয়, কে জানত?


                      HOME

এই লেখাটা শেয়ার করুন