কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

তমা বর্মণের কবিতা

অশালীন


সমস্ত বসন্তরাত্রি পার হয়ে

লাল রঙের জটিল সমাচারগুলি লিখি


একটা সরল দিন বা রাত্রির কথা ভেবেছিলাম,

অশান্ত লাল-রঙে দুঃখ বাঁধিয়ে তোমার

নিবিড় বন্ধুত্বে স্বস্তি পাবো ভেবেছিলাম,

এমন অনেক কিছুই আমরা এলেবেলে ভাবি


ভাবি, লাল রঙ বড়ো নিষ্ঠুর

তীব্র প্রতিবাদ

অশালীন

লাল রঙ বড়ো ভারাতুর শান্ত


বাকি যে ব্যথারা মুখোশের কঠিন রঙ

সে রঙে আজ তোমার সঙ্গে সামান্য

রাগ অভিমান, পারো যদি ছলনা ভুলে

গাঢ় কোনো মায়াবী সুতো দিও,

একটু আধটু বোঝাপড়া সঙ্গে বেঁধে নিলে

ভালো ---- বিষন্ন ভালোবাসায়


আমার জন্ম মৃত্যুর রঙ লাল

দুর্বিনীত যাপনে সমস্ত সরল উৎসব

টকটকে লাল ! ফিকে রঙ আমি চাই না।

চিটচিটে উপগ্রহবাহিত মুখ থেকে সংযত

শাদা রঙ সরে গেলে আরও ভালো,

সব না বদলাক

তারচে' ঢের ভালো যদি হয় নিঃসঙ্গ পৃথিবী,

কথাকলি জীবনের গ্রহচারী শুধু তুমি আমি


আর মানবিক রক্তের কান্না

আর কোনো রঙ আমি চাই না,

টালমাটাল অসভ্যপ্রেম গুনগুন করা

মরণ রে তুঁহু মম শ্যাম...

অশালীন হলে তাই-ই সই


অদ্ভুত আঁধার ধরা চন্দ্রাবলী রাত!

হে লাল, পুড়ে যাওয়া প্রিয় মানুষে

গনগনে আগুনে সাঙ্গ করো সারা ক্ষত

কিশোরী বুকে সরল সদ্য উত্থিত লাল-সূর্য

বেদনার শীর্ষবিন্দু হলে মেঘের উলঙ্গ আকাশে

পুনরপি আমি অনন্ত হবো


আমার জন্ম মৃত্যু আমিই পুরোপুরি বুঝে নেবো

আমার মতো করে ভালোবাসা ভালোবেসে যাবো


               HOME

এই লেখাটা শেয়ার করুন