কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

সদানন্দ সিংহের কবিতা

আত্মহনন


বারো হাত কাঁকুড়ের যেমন তেরো হাত বিচি

সাড়ে পাঁচ হাত মোগাম্বোর যেমন চৌদ্দ হাত দাড়ি,

       টান টান সেসব ঝুলে থাকে এক মহাশূন্যে


দেখো, আমিই আজ তার স্বাক্ষর বহনকারী,

আমিই তার আত্মহননকারী, আমিই তার ধ্বজাধারী


ওখানে মহাকর্ষ বেহাত হয়ে গেছে বার বার, তাই

ঘিলু ভেদ করে বেরিয়ে আবার ঘিলুতে ঢুকে

মহৎ মহানুভবতার মণিকান্ত মহানিশায় মহেন্দ্র-মহেন্দ্রাণীর মহোচ্ছ্বাস

এক টান টান মায়ারশ্মির কাছে নতজানুর মাপকাঠির বৃত্তে

দু’শো স্ফুটনাঙ্ক ডিগ্রির ছায়ায় দাঁড়িয়ে হে বন্ধু

ছড়িয়ে দাও পৃথিবীর যত ক্ষোভআক্রোশ, যত বস্তাপচা কামক্রোধ


আমি আগ্রাসে সব গিলে গিলে খাবো, গোগ্রাসে চেটেপুটে খাবো


তবু শান্ত হোক এই বন্দর, আর আমার এই আত্মহনন মুহূর্ত

 

                      HOME

এই লেখাটা শেয়ার করুন