বজ্রকিশোরী
ইন্দ্রনীল সেনগুপ্ত
কোথায় চামেলিঘ্রাণ কোথায় জ্যোৎস্না
উড়ে গেছে মাঠঘাট বনাঞ্চল
এই অংশের দখল নিয়েছে বজ্রকিশোরী
তার কী দাপট
সাক্ষাৎ দুর্গামাতা
চুপচুপ পুকুরের জলে
ঘাই মারে পাকা রুই
জানালাদুয়ার খুলে মাতা একলা জেগে রই
এসো মাতা এসো তুমি
এসো নিয়ে প্রতীক্ষিত ঝড়
কেমন দেবতা
ইন্দ্রনীল সেনগুপ্ত
উল্লাসের কাছে নতজানু না হলে কেমন দেবতা তুমি,
প্রাচীন প্রকৃতিগত সুরায় মিশিয়েছি লাল সূর্যোদয়,
কলমীলতা ছুঁয়েছ তুমি,
ছুঁয়ে দেখ একান্ত নগ্ন শরীর।
শরীর এক পানসি তরী,
নিয়ে যায় গোপন বিলাসের ভ্রমণে
ভাসিয়ে ভাসিয়ে,
কিছু কথা রেখে দেব যেমন চলে আসে।
শেষ যেবার ছুঁয়েছিলে,
রাহুমুক্তি বহুদিন পর,
আবার পাষাণ হব ছোঁয়া না পেলে,
শুরু হবে অহল্যা প্রতীক্ষা আমার।
এই লেখাটা শেয়ার করুন