কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রুমাল ও সানগ্লাস

সৌভিক বন্দ্যোপাধ্যায়


পাহাড়ের ওপর থেকে হাত নাড়ছো তুমি

নীচে, বহু নীচে

ফার্ন আর সেডারের বন পেরিয়ে

বয়ে চলেছে সরু ফিতের মত নদী –

স্রোতে ভেসে যাচ্ছে ভিনদেশি রুমাল ও সানগ্লাস

ভ্যাকেশান – ঋতুর দিন ভেসে যাচ্ছে

পাহাড়ের ওপর থেকে তুমি ডাকছো –

পাখি ও পোকাদের মৃদু বার্তালাপ ছুঁয়ে 

প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে

দেশে, মহাদেশে, কালো, স্থির, অন্ধকার পাড়ায়

একটা তারা এসে অন্য তারার ঠোঁটে

হাল্কা চুমু খেলে

আমি বুঝি, খাদ থেকে উঠে আসার সময় হল আবার

আবার পাহাড়ের ওপর মেঘজন্ম থেকে

তুমি হাত নাড়বে

নীচে, বহু নীচে  

ফার্ন আর সেডারের ছায়া পেরিয়ে

সরু ফিতের মত নদী বেয়ে

বয়ে যাবে আমাদের রুমাল ও সানগ্লাস …… 

                                                         HOME 

এই লেখাটা শেয়ার করুন