কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

হাঙর

দেবাশিস সাহা


বড় বড় দীর্ঘশ্বাস রঙের 

ইউক্যালিপটাস গাছের মাঝে দাঁড়িয়ে 

মা 


ইট,কাঠ,পাথরে প্রাণ সঞ্চার করে 

বিয়ে দিলেন,

সংসার সাজিয়ে 

নাম দিলেন আশ্রম


আশ্রমের ভিতর অনেক আশ্রয়


গাছেরা এখানে ফল রাখে বাবার জন্য 

পাখিদের মুখে মুখে চলে আসে আকাশ 

আমার সঙ্গে সকাল-বিকাল 

লুকোচুরি খেলে বাচ্চা বাচ্চা রোদ 

ছায়াপিসি তো গরমকালে নিমগাছ


বড় বড় ফাটলের মাঝে 

দিদি হলো কাটা ঘুড়ি 

সারা শরীর জুড়ে মেঘ 

চোখের উপত্যকায় বৃষ্টি উদ্যান


দিদির পিছুপিছু নানা রঙের অন্ধকার


হাঙরের মতো খেতে আসছে আশ্রমের আলো 


বাবা     

দেবাশিস সাহা


কাউকে না বলে  

সদর দরোজা খোলা পেয়ে 

জুতো না খুলেই ঘরে এলো মৃত্যু


বাবার সংগে কিছু কথা 

শ্বাস বিনিময়


কাউকে কিছু না জানিয়ে 

বাবা চলে গেলো মৃত্যুর হাত ধরে 

নিয়ে গেলো আমাদের সবার পুজোর আনন্দ 

আর নতুন জামার গন্ধ


বাবা চলে গেলো 

থেকে গেল আমার ছেলেবেলা


বাবার হাতে রঙ করা ছেলেবেলায় 

অনেক স্বপ্ন 

অনেক বেলুন বাবার দশ আঙুলে 


সাদা কাপড়ের খন্ডে 

আমি জড়িয়ে রেখেছি আত্মাজল


তারা হয়ে, ফুল হয়ে 

গাছ হয়ে ঢেউ হয়ে 

রক্ত- পুঁজ - লালা হয়ে 

বাবা আমার কাছে রয়ে গেল


ছায়াহীন একটা শূন্যতা 

আমার পথের দু-ধারে.....


আমি আর মা 

থেকে গেলাম 

বাবার চিহ্ন হয়ে


                                                                HOME

এই লেখাটা শেয়ার করুন