কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কোলাজ

অরুণকুমার দাস


শেষ বলটি মাঠের বাইরে

ঈশ্বর উঠে এলেন, গ্যালারী ফাঁকা করে

পোহানোর আগুনে জল ঢেলে

রাত শুতে চলে যায়


শেষট্রেনের বাঁশি দাঁতন করতে করতে

কু - ঝিক - ঝিক -


আবার নিরক্ষীয় অঞ্চলে ঢুকে পড়ি

সমুদ্রগুপ্তের ঘোড়াটি শতাব্দী পার করে

আসল পরীক্ষাটি কাগজে - কলমের বাইরে


মাথা মাথা বিদ্রোহ জমা হচ্ছে


ঝড়জল ছাড়াই ছাতার আড়ালে বৃষ্টি

আমি মুখোশ খুলছিনা

ভাবাচ্ছে, একটি সাইকেল বেল বাজাচ্ছে


ভাবছি ঘুড়ি হব

ভাবছি বিনাটিকিটে ঘুরে আসার পর

বেঁচে যাওয়া টাকাটা কোন্ খাতে 

জমা পড়বে ----



গিনিপিগ

অরুণকুমার দাস 


বুকের খাঁচার উপর বায়োলজির খাতা

আমি সবজি বাগানে একটা দুটো টম্যাটো

তুলতেই ভুট্টাদের প্রবল উৎসাহ

পূর্বজন্মের অ্যাকোরিয়ামে ঢুকে 

পাশবালিশ আঁকড়ে সাঁতার শিখছি

বীভৎস রোদ্দুর 


সানস্ক্রিন মাখতে মাখতে স্বপ্নের মধ্যেই

গর্ভবতী


আর বায়োলজি নয়

কেমিস্ট্রি - 

বারোমাস পার করে টুল দোলাচ্ছি


পৃথিবীর দোলনকাল শেখাতে এলেন ম্যাডাম

তিনি নিজেও মাঝে মাঝে দুলছেন


অনাবাদি ঘাসজমি ফেটে চৌচির


আমাদের কোচিং ক্লাসের বারান্দায় গিনিপিগ বাঁধা থাকে



                                                            HOME            

এই লেখাটা শেয়ার করুন