কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সময় ও রাত্রি - ১

বিমল বণিক


হে সুন্দরী

তোর দেহ রচিত হল এই রাত্রিতে

এই রাত্রিতেই সকল সংসার রচিত হয়

তোর দেহে

এই রাত্রিতেই সকল গবাদি পশু লুটে নেয়

তোর শরীরের গাঢ ঘাস


এই ক্ষুধাতুর দেহে জল নেই আজও

অথচ একমাত্র তৃষ্ণা ছিল আগে, ছিল ক্ষুধা ।

সূর্য উঠার বহুকাল আগেই কেউ কেউ আগ্রাসী ছিল

আর ভিখারি তৈরী হল পরে

মহামারি তারও অনেক পরে


তোর সুন্দর দেহে

অংশীদারী জীবনের ব্যবসায়ে বৃদ্ধ হল আজ সবাই

মানুষ এবং সকল গবাদিপশু


এখন এই শীতের মাসে

মহামারি আর গোয়াল ঘরের উপর

সমান তালে চাঁদ ঘোরপাক খায় কেবল ।


সময় ও রাত্রি – ২

বিমল বণিক


এই সময়

তার কালো শরীর জুড়ে

বিন্দু বিন্দু কুয়াশা জমে আলোকমালার মতো

এই সময় গভীর হয় দ্রুত

যদি সময়ের অন্য নাম নাম হয় রাত্রি


এখন ভীষণ শীত

এই রকম শীতের ভিতর দিয়ে সে পার হয়ে যায়

দৃশ্যতঃ অনেক কাছে

তথাপি আমি তার স্পর্শ পাই না


তার শরীরে বাস করে করে

জীবনের ভার বড় বেশী মনে হয়

সুতরাং, রাত্রি কিভাবে গভীর হল

কেবল বিস্ময় আর প্রশ্ন, প্রশ্ন আর বিস্ময়

এই সময় ।



                        HOME

এই লেখাটা শেয়ার করুন