কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

লোভ

প্রণব বসুরায়



আলো থেকে এক জটিল অন্ধকারের দিকে

সরিয়ে দিচ্ছো রেশমি রুমাল--

বাতাস হাল্কা, অক্সিজেন কমে যাচ্ছে

সমানুপাতিক হারে। 

সূর্যের দিক থেকে মুখ ঘুরিয়ে

তুমি পাহাড় ভাঙার খেলায়, নীল ভস্ম


ছড়াতে ছড়াতে লঘু পায়ে চলে যাচ্ছো...

ট্রাম এসে পড়ে কেল্লার দিক থেকে

রথের বাজারে যাবার—দাঁড়ায়—চলেও যায়...

এরপরে গাঙ্গেয় পশ্চিমবাংলায় 

শুরু হয়ে যায় তুমুল দুর্যোগ। এ দুর্যোগে

মাটি জ্বলে ওঠে, কপট ঝড় আসে,

একটা আগুন-বলয় মনুমেন্টের গায়ে মালার মতো...


এ সময়ে ঝলসে যেতে যেতে

একবার আকাশের নীলিমা দেখে নিতে বড়ো লোভ হয়


                                                 HOME              


এই লেখাটা শেয়ার করুন