ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্যামাপদ

দেবীস্মিতা দেব


আহ্লাদে গদগদ

আমাদের শ্যামাপদ

থেকে থেকে ল্যাজ নাড়ে

দেখেছ?

খায় দুধ, ভাজা মাছ

না পেলে বাংলা পাঁচ 

বোতলেতে দুধ ভরে

রেখেছ?

শ্যামাপদ মাছ খায়

দুধ খায় ভাত খায়

একদম বিটকেল 

মর্জি

কেনা ড্রেস পরে না

বাসে ট্রামে চড়ে না

আছে তার বাঁধাধরা

দর্জি।

প্রাইভেট কারে চড়ে

থাকে তেতালার ঘরে

তাই নিয়ে সে কি তার

গর্ব।

গান শোনে টি.ভি. দেখে

ব্যায়ামটা রোজ শেখে

মাঝেমাঝে বলে বসে

“পড়ব”।

রাখা হল টিউটর 

ব্রাইট বুঝি ফিউচর

পড়া ভুলে শ্যামা বলে

ম্যা-আঁও

কানদুটো মলে সেই

স্যার চলে গেল যেই

শ্যামাপদ কাঁদে খালি

ভ্যা-আঁও।



  HOME

এই লেখাটা শেয়ার করুন