ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ন্যালাক্ষেপা ভোলা

অরুণিমা চৌধুরী 


দুগগা ভারী কড়া গো মা! রাশভারী মেয়ে, 

ছেলেমেয়ে সব এনেছে, শিবকে বাদ দিয়ে!

বাবা ভোলা, ডোমকালা ভস্ম মাখে গায়ে

ঢুকতে যে তার মানা, ওমা! কে ওকে খেদায়!


মা দুগগার জন্যে কি শিব কান্না করে রোজ,

কে জোগায় তার তেলের বাটি, কেই বা ভুঁড়িভোজ

এ ক'দিন কে চুলো জ্বালে, কে করে বাতাস!

তাই বুঝি শিব ন্যালাখ্যাপা, জুড়েছে হুতাশ!


হয়তো ভোলা দুগগা মা'কে মিস করেছে, না মা!

দেখছো না তাই পুজো এলেই লুকোয় সুর্যিমামা!

মিস করেছে বলেই হয়তো আকাশ কাঁদছে রাতে 

পুজোর ক'দিন ভাসলো যে তাই তুমুল বৃষ্টিপাতে।


                                                  HOME

                                                 

এই লেখাটা শেয়ার করুন