কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রেশ

সদানন্দ সিংহ


বর্মধারী এক পুরুষ হেঁটে গেলেন আমাদের বহূ আগে আগে

লিখে গেলেন দেয়ালে দেয়ালে, ভারত এক মহান দেশ।

তারপর গাইলেন গান, সারে জঁহাসে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা ...


হাততালি পড়লো প্রচুর, ছোঁড়া হল তোড়া তোড়া ফুল


সে হাততালির রেশ ছড়িয়ে পড়লো

              সমতল থেকে পাহাড়ে, পাহাড় থেকে সমতলে

              আসমুদ্র হিমাচলে


তারপর একদিন 

সেই ফুল থেকে বৃষ্টি এলো,

তার সাথে বুলেট এলো, বোমা এলো, ঝড় এলো, নৌকা এলো, 

খরা এলো, বন্যা এলো, আরো কত কিছুই যে এলো


বর্মে তো ক্ষতি হয় না, লুটায় অসহায়রা


খুন জখম হত্যার খবরে ক্রমশ অভ্যস্ত শহুরে মানুষ

আড্ডায় গলা ফাটায়, পরস্ত্রী নিয়ে রসালো আলাপ জমায়


গরীবেরই ঘর পোড়ে, রোগে-শোকে জীর্ণ হয়, অনাহার বাড়ে 


ঋষিপুত্র                     

সদানন্দ সিংহ


সে ছিল এক ঋষিপুত্র,       রক্তে আর্য-অনার্য

                                আর ধর্মে এক মহা চণ্ডাল

সর্বদা সারমেয় প্রবৃত্তির বশবর্তী এবং এক কুপুত্রের জন্মদাতা। 


শুধু দাবানলের মাঝে সে খুঁজে পেত ঝলসানো খরগোশ

দিবারাত্রির মাঝে সে খোঁজে নি কোনদিন কোন যৌক্তিকতা


তবু লেলিহান আগ্রাসনে সব কিছু ধ্বংস হয়

ধীরে ধীরে, অজান্তে

হাত-পা কালো হয়, মুখ কালো হয়; দৃষ্টি অপ্রখর

উদ্দীপনা থেকে নেমে আসে একদিন মন্দার স্থবিরতা


তারপর

পিতৃব্য পরিহাসে আজ তার বুক জ্বলে

অধরা থাকে ইতিহাস ----- একবুক আজন্ম


HOME

এই লেখাটা শেয়ার করুন