কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন হেমন্ত সংখ্যা নভেম্বর ২০১৬ ইং 


[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]



যারা চলে যায় 

অঞ্জন বর্মন


যারা চলে যায় তাদের যেতে দিও। স্মৃতির সরণি জুড়ে সাজিও না মুখ।

সময়কে ডেকে বোলো - সে কোনও প্রতারক নয়। বর্ষায় তো প্লাবন

লাগে চেটাল নদীতেও। 

উদ্ভিন্নযৌবনা মাটির কাছে ফিরে এসো হাতে নিয়ে বিশ্বস্ত লাঙল। রৌদ্র-

জল-বাতাস মেখে কর্ষণে ভরে তোলো জমির উচ্ছ্বাস। ধানশীষে ঢেউ

তুলে বাতাস সেও তো চলে যায়। জেনো, ফসলের স্তব্ধ অপেক্ষায় কোনও

পাপ নেই। 


কবিজন্ম, কবিমৃত্যু, কবির যন্ত্রণা – কিষাণের স্তব্ধতার অর্থ খুঁজে পায়? 




                                                    HOME

এই লেখাটা শেয়ার করুন