দূর নীতি
আগুনকে হাজারো কায়দায় হাতের মুঠোয় নিয়ে
চলি। ভাই নয়, বলি ‘আগুন আমার দাস’।
যেমন খুশি উড়িয়ে পুড়িয়ে দেওয়া যায় যা খুশি
কারণে, কিংবা অকারণেই।
সাধারণ সুশীল নাগরিক আমরা, নিজের নীতিকে
রেখেছি দিব্যি পকেটে পুরে।
এখন,
বাতাসে ছড়ানো দুর্নীতির জালের হুজুগে
ধরা যাক ক-টা রুই-কাতলা।
এই লেখাটা শেয়ার করুন