কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রূপক গুহের কবিতা 

কোনটা


চোখ বুজে অক্ষর বুঝে এখনও তোমার নাম লিখি। হারিয়ে যায়নি মানুষের ভিড়ে। তবে এবার হারাবো রৌদ্রের মাঝে। এখন শব্দের টানাটানি। যারা চির নতুন, সভ্যতার আ-দিগন্ত বয়ে আমরা হেঁটে চলেছি। অনেকেই খুঁজে পাইনা জীবনের রসদ। মোড়ের গা দিয়ে যে পথ ঘুরে চলেছে উত্তরে, সেই পথে ফাগুন হাওয়া আসত আগে উত্তুরে  

শীত হাওয়া লাগতো। কেননা তখন আমি গায়ে কম্বল চাপাতাম। এখন গরম, তাপের অত্যাচার চলছে। এদিকে সব 

গাছ মুড়িয়ে দেওয়া হচ্ছে। মুড়িয়ে কেন বলবো আর, হত্যা করা হচ্ছে সবুজকে সভ্যতাকে। কাল যখন তুমি পথে বেরুবে, দেখবে শুন্যতা চারিধারে। এতো আলো চোখ ধাঁধিয়ে যাবে। তোমার যাওয়ার পথে কোন সাথী থাকবেনা, বৃক্ষও যাবেনা পথের সাথে টক্কর দিয়ে। এটা কী জীবন এগোচ্ছে ! না সমাজ সভ্যতা আপগ্রেডেড হওয়ার নেশা ! কোনটা..?

HOME

এই লেখাটা শেয়ার করুন