কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অঞ্জন বর্মনের কবিতা

পুরোনো মাস্তুল


জমে ওঠে বিকেলের মেঘ

স্বপ্নেরই ছিল যত দোষ 

দুপুরের হারানো আলোরা 

পরে নেয় রাত্রির মুখোশ 


এরপর অচেনা আকাশে 

চিনে নেওয়া জ্যামিতিক পথ

পড়ে থাকে আমার শহর

দৃঢ় হয় লুকানো শপথ  


বাক্সয় জমে ওঠে ধুলো 

চিঠিরা মৌন হয় শুধু 

সাফল্যে বেড়ে যায় বুক 

চন্দ্রে জমাট হয় মধু 


তাও থাকে একলা নদীর

মিশে যাওয়া অশ্রুর আলো 

নতজানু সময়ের পাশে

খুলে নেওয়া স্মৃতির পালক  


অপেক্ষার শেষ চাওয়া ভুল

জেগে থাকে অন্ধকারে পথ খুঁজে ফেরা

বেঁচে থাকে পুরোনো মাস্তুল...  


HOME

এই লেখাটা শেয়ার করুন