কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কৃত্তিবাস চক্রবর্তীর কবিতা

দাবি


পাথর চোখের দৃষ্টি, মাথার ভেতরে তুলকালাম

তোমার স্পর্শের মায়ায় সমস্ত অপরাধ মুখস্থের মত বলে যাই

পুরুষ আর কাপুরুষে যে তিমির ব্যবধান আছে

তা বড়ো হয়ে ওঠে

দৈর্ঘে প্রস্থে আর সমগ্র জ্যামিতির মাপে

কি যে তোলপাড়!

সে কী প্রাণপণ ধ্বনি

সমস্ত পৃষ্ঠা থেকে আকাল জন্মের প্রতিবাদ

মুক্তির দাবি তোলে অক্ষরাশি –


‘থামুক থামুক এই আঁচড় আর নখরের খেলা’।


পারাপার


আর বুঝি বাকি নেই কিছু

বেঁচে থাকার মানে বুঝি কেবলই কৌতুক!

তোমার আমার আর আমাদের আরেকটু ভালোর জন্য

মুখোমুখি ঝুলে আছে কতো ইস্তেহার


দিন যায়, আরো ভারী চশমায় ঢাকে চোখ

কাঁচের ভেতর দিয়ে দৃশ্যমান আমাদের সন্তানের ভিড়

পায়ের নিচে দূর সড়কের ধারালো পাথর

আপাদমস্তক এক অলঙ্ঘ্য পারাপার… 


HOME

এই লেখাটা শেয়ার করুন