ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শঙ্কর দেবনাথের ছড়া

ছড়ায় ছড়ায় ভরাই খাতা


বুকের বীণায়       যখন ঘৃণায়

      বিষের লহর বাজায়,

মনন জুড়ে         আত্মহনন

      শ্মশান-চিতা সাজায়-

তক্ষুনি ঠিক        একটা চড়াই

      প্রাণের মড়াই থেকেই-

আমার ঘরে        বাঁচার ভাষা

       যায় এসে সে এঁকেই।


মন খারাপের        বর্ণমালা

       পর্ণশালায় আমার-

দুঃখে ক্ষোভে      ছিঁড়তে থাকে

       যখন বোতাম জামার-

একটা শিশু        তখন এসে

      বাগিয়ে ডিস্যু খানাই-

ছন্দে-গন্ধে         নতুন ছড়া

      লেখার কথা জানায়।


ছড়ায় ছড়ায়        ভরাই খাতা

     জড়াই ভালোবাসায়-

নদীর মদির       দধির স্রোতে

     ‘যদি’র তরী ভাসাই।


HOME

এই লেখাটা শেয়ার করুন