কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অভিজিৎ চক্রবর্তীর কবিতা 

এ লেখাটি


এ লেখাটি আপনার ছায়ায় বসেই লেখা

এ লেখাটির গায়ে আজব চীজ--

রাঙতায় মোড়া শহরের ভিড়-- সেল্ফি

ক্লিক্ ধাপ্পাবাজি--

আপনার প্রিয় পানীয়--

আহা! গলে গলে নামছে পাকস্থলীতে--

এই লেখাটি কী হট্!

আপনার মত বরাবর

পায়ের উপর পা দিয়ে হেঁটে যাচ্ছে--

খালি দেখুন, এখনো কচি--

রড ঢুকিয়ে দেবেন না



শ্রেয়তর


মানুষ বাড়িতে না থাকলে গাছ

মানুষ বাড়িতে না থাকলে পাখি

বনের গন্ধ ছড়িয়ে যায়

দীর্ঘ দিনের মঞ্জরীর ক্ষুধা

আগ্রাসী হয়ে ওঠে

কতদিনের প্রতিশোধ


ঝুঁকে আসে মেঘ

ডেকে উড়ে যায়

আনন্দ প্রেম লতার মতই আয়ু পায়


মানুষ না থাকলে আকাশ

মানুষ না থাকলে রোদ

দীর্ঘ রাতের অবসাদ ভেঙে

ঝরে ঝরে পড়ে

তার দিগন্তের পিপাসা

অনেক কাজের বাকি

দ্রুত ঢেকে দিতে হবে সবুজাভায়


মানুষ আসার পর যাতে চেনে না বাড়ি

ফিরে যায়--

নতুবা ভাবে এ কার বসত

এ কার বাড়িতে এলাম

এত গাছ এত পাখি আকাশ

এই যদি হয় সুন্দর

তবে শ্রেয় বনবাস


HOME

এই লেখাটা শেয়ার করুন