কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

সারাদিন স্টেশনে 

  

সারাদিন স্টেশনে বসে থাকি একা

নির্জন প্ল্যাটফর্মে দু-একটা পুরোনো কুকুর....

এক ফালি রোদ ছাড়া কেউ নেই ওয়েটিং রুমে

স্টেশনের চারপাশে সাঁওতাল পরগনা, ফাল্গুন মাস

একটা গাছের তলায়, বেদিতে সারাদিন বসে থাকি

আর ফাগুনের হাওয়া মেখে

গাছে গাছে ভেসে যান স্মৃতিময়বাবু

মাঝে মাঝে ট্রেন আসে, হুইশল বাজে

কেউ আসেনা, উঠে যায়না কেউ, পানীয় জলের কলে

কোনো মুখ নেই, তাড়াহুড়ো নেই

একটা গাছের তলায় বসে থাকা শুধু ....

ভারী চাকার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় দূরে

ছুটির সুটকেস নিয়ে কামরা থেকে হাসতে হাসতে

আমরা নেমে আসবো কোনোদিন

বাংলোর বারান্দায়, নদীর ধারে খুব হইচই হবে

আবার ম্যান্ডোলিন বেজে উঠবে রাতে -

 

তাই সারাদিন স্টেশনে বসে ট্রেন খুঁজি আমি …..


HOME

এই লেখাটা শেয়ার করুন