কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতা

ভাষা


তোমার চোখের ভেতর আমার মুখ লুকিয়ে আছে

তাহলে কে বলে আমাদের ভালোবাসা ভাষা খুঁজে পায়নি?

কাছে এসে দেখো তোমার মুখও কি সযত্নে রাখা আছে

আমার চোখে।


তুমি কি চোখের ভাষা বোঝ? ভালোবাসার সকাল-বিকাল?

সন্ধ্যা-রাত্রি? সহযাত্রী, সহবাস?

চাষবাস না হলে ফসল ভালো হয় না।

যা বৃষ্টি চলছে এখন?

ঝুল বারান্দায় দাঁড়িয়ে একটু হাসলেই রোদ উঠবে

আর বৃষ্টি থামলেই হেসে উঠবে আউস-অঙ্কুর। 



শরৎ


দরজা খুলতেই চাঁদ এসে ছড়িয়ে দিল শিউলি ফুল

ভালোবাসা বাইরে এসে পাতার ফাঁকে তাকিয়ে

দেখছিল রোদের সেই চড়ুই চড়ুই খেলা


ছাতিমফুল খোঁপায় গুঁজে রুপোলি কাশফুল তুমি

বড়মুড়া পাহাড় থেকে একটা হরিণ দৌড়ে এসে 

আমার হাত ধরে বলেছিল

শরৎ এসেছে, তুমি যাবে না?


জোনাক জ্বলছে, শুকনো পাতায় সুগন্ধী বনফুল

যাবো,

চলো, বন-জ্যোৎস্নায় ডুবে থাকি সারারাত।


HOME

এই লেখাটা শেয়ার করুন