কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্রীয়া ঘোষ সেন কবিতা 

কালো মেয়ে


অমাবস্যার রাতে জন্ম তার

কালো মেয়ে! 


বুঝিবা অস্তিত্বই বেকার।

বিধি বাম, মা মরল চিরতরে;

অপাঙক্তেয় কন্যাশিশু!

কেউ বুকের মাঝে রাখেনি আদরে।


সময়ের অমোঘ নিয়ম;

শিশু ক্রমে ক্রমে কিশোরী থেকে যুবতী


কালো মেয়ে!

কীই বা হবে তার গতি?

নানা কথা, নানা পরিহাস।

যুবতী বড় অভিমানী, আদর-কাঙালি 

হৃদয় পায়নি কোনো সান্ত্বনার অবকাশ।

কেন জানি সমাজে সে অপয়া, অনাহুত!

শুধু অকারণ ধিক্কারে যুবতী ক্রমে বিক্ষিপ্ত।


কালো মেয়ে

জঞ্জালের মত পার পেল দোজবরে।

নির্লজ্জ কামের থাবায়, যুবতী মরমে থাকে মরে।

শরীর শোনেনি বারণ

গর্ভে তার নতুন অস্তিত্ব।

আবার করে বাঁচার তাগিদে

আশান্বিত, যুবতীর মাতৃত্ব!

নারীর প্রথম রোমাঞ্চে হৃদয় অভিভূত।


কালো মেয়ে

গর্ভের গভীরে খুঁজে ফেরে এক নতুন পরিচয়।


HOME

এই লেখাটা শেয়ার করুন