অণুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রাকার ছুটির দিন
সদানন্দ সিংহ

রাকা টিউশানি সেরে মাস্টারের বাড়ি থেকে ফিরেছে এই কিছুক্ষণ আগে। মা ওকে মাস্টারের বাড়ি পৌঁছে দিয়ে চলে গিয়েছিল। বাবা ওকে নিয়ে এসেছে। আজ রবিবার। তার স্কুল ছুটি, বাবার আপিস ছুটি। কিন্তু ছুটির দিনে রাকার কাজ আরো বেড়ে যায়। হোম ওয়ার্ক থাকে। ছবি আঁকার স্কুল থাকে। টিউশানি থাকে। কিছুদিন আগে মা বলছিল, কী এক কম্পিউটারের কোর্স করাবে। খেলাধুলো করার আর সময় পায়না রাকা। এখন রাত সাতটা। বাবা কোথায় জানি বেরিয়ে গেছে। মা রান্নাঘরে তার জন্য টিফিন তৈরি করছে। কিছুক্ষণ পর মা ওকে নিয়ে আবার পড়তে বসবে। মায়ের মোবাইলটা টেবিলের ওপর আছে। রাকা মোবাইলটাকে তুলে নেয়। টম বেরিয়ে এসে বলে, হ্যালো। রাকা উত্তর দেয়, হ্যালো টম। আমি একটু কার রেসিং খেলছি। তারপর আবার কথা বলছি তোমার সঙ্গে। টম উত্তর দেয়, নো প্রবলেম। গো অ্যাহেড। রাকা কার রেসিং খেলে। খেলতে খেলতে তার চোখ একটু ঝাপসা হয়ে আসে। ইদানীং কেন জানি এমন হচ্ছে। মা-বাবাকে সে কিছুই জানায়নি পাছে মোবাইলটা যদি না ধরতে দেয়। মা কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘরে ঢুকবে। রাকা তাড়াতাড়ি কার রেসিং শেষ করে। তারপর আবার টমকে বলে, হ্যালো টম। হাউ আর য়্যু? টম উত্তর দেয়, আই’ম ফাইন। বাট হাউ আর য়্যু? রাকা উত্তর দেয়, আই’ম নট্‌ ফাইন। আমার চোখটা প্রায়সময়েই ঝাপসা হয়ে আসে। বাট নো প্রবলেম। সী য়্যু এগেইন। বাই। মোবাইলটা আগের জায়গায় রেখে দেয় রাকা। মা এখুনি টিফিন নিয়ে ঢুকবে।
                                                                                                                                     HOME

এই লেখাটা শেয়ার করুন