ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং
সতী
কলেজে প্রথম দেখি, হাতে তার একগুচ্ছ বই
এক পা’ এগোলে, ইচ্ছে হয় আর এক পা’ এগোয়
হাতে তখন খুন হওয়া, পুড়ে যাওয়া মাংসাশী ছাই
মতিগতি ভাল না তখন, পাথরও বৃষ্টি হয়ে যায়
ওটুকুই বর্ষা আনে চোখে, ওটুকুই দরজা খোলা পাবি
ও মেয়ে, আসিস না আর... এলে সতীত্ব হারাবি !
HOME
এই লেখাটা শেয়ার করুন