কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুবিনয় দাশের কবিতা

মুক্তি


বিষণ্ণ মুখ, খিলখিল হাসি

হা করা পোয়েট্রি সকল

কপি হাউস, বইপাড়া ঘুরছি

স্বতন্ত্র ট্রিপার হাউস, আঁশটে গন্ধ

আর কিছু মোবাইলে তোলা আপডেট

মুক্তির হাতে তুলে দিলাম


হঠাৎ ঝাঁপিয়ে পড়া বৃষ্টি

আমাদের দুজনকে ভিজিয়ে দিয়ে গেল



শীত


ঠিকানা চাই কাছের কিংবা দূরের

জানালা খোলা, হাতে ঝালমুড়ি

পানশালায় খুচরোর অভাব


ঘুম ঘুম চোখে ঢুকে পড়ি ক্যাম্পফায়ারে

চারপাশে শুধু কোলাহল

হাসি ইয়ার্কি আর ঠাট্টা, চরুটের

 কটুগন্ধ, মৌলিক ট্রলার চেপে

চলে যাচ্ছে ভোরের শীত

জোকারের শব্দ


ফাঁকা মাঠ, গড়াতে থাকি

অবশিষ্ট পাউরুটি আটকে আছে সসে



দস্তখত


ঝলমল বৃষ্টি, সামনে লিফটের

দরজা খোলা, নিচে বসতি

ডানাঝাপটানো আর্তনাদ

বেরিয়ে পড়েছি দস্তখত সংগ্রহ করতে


যথেষ্ট গরম বলে, গা থেকে

কোট খুলে ফেলি, রাস্তায়

দাঁড়িয়ে থাকি বাস ধরার অপেক্ষায়


হাওয়ার অফিস বলছে এবারও

তেমন ভালো বৃষ্টি হবেনা।

HOME

এই লেখাটা শেয়ার করুন