৭৮ সালের সেই বৃষ্টি
৭৮ সালের সেই বৃষ্টিটার কথা
কেউ ভুলতে পারছে না,
চারদিন ধরে বৃষ্টি হয়েছিল,
খাটের নিচে
পাওয়া গিয়েছিল তিমি মাছ!
মেঘের ঘন বুনোট
মশারির মধ্যে বসে
সবাই কি সুন্দর
তিমি মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেত!
এসব যিনি বললেন,
ঝড়ের ডানায় চাপা
নখের যুগ্যি বৃষ্টির দিকে তাকিয়ে
একটা দীর্ঘশ্বাস ফেলে -
তাঁর হাঁটুর ধুলো নেবার খুব ইচ্ছে ছিল,
কিন্তু শিয়ালদায় নেমে
তাঁকে আর খুঁজেই পেলাম না!
৭৮ সালের সেই বৃষ্টির মতোই
ভিড়ের মধ্যে
তিনি
কোথায় যেন হারিয়ে গেলেন!
এই লেখাটা শেয়ার করুন