কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]
div>

শ্রীময়ী গুহের কবিতা 

সাঁঝ 


একলা পথ চলা 

অবচেতনে -- বহুদূর আকাশের হাতছানি৷

জানলার ওপারের জগতটা - আজকাল কেমন অচেনা!

সূর্য জাগে আপন খেয়ালে


এই চারদেয়ালে এক অপরিসীম স্তব্ধতা 

কুরে কুরে খায় কিশোরীর মন…

কিছু জান্তব-থাবা-নখ  

আর জবরদখল... 

রক্তাক্ত হৃদয় --

ততোধিক ক্ষত বিক্ষত আঁচড় --- দগদগে দাগ --- কাপুরুষ কিছু --


ভুলতে চায় মন---

ভুলিয়ে দিতে চায় আপ্রাণ এই শরীর --

স্বপ্নরা ভাঙন ধরালো বুকের নরম অন্তরে-

পাঁজরে এখনো কেন বিজুলি চমক 

কেন এমন হাহাকার ----


আজও তো 

একই ভাবে গোধুলি ঢলে রাতের আদরে 

আজও তো 

প্রতিটি ভোর অভিসারী দুচোখ মেলে চায় --

তবু 

কিশোরী সাঁঝ -- কেন এমন প্রতিহিংসায় ঝলসায়!

কেন এক অপ্রতিদ্বন্দ্বী অক্ষত স্বাধীন লৌহযোনির প্রতীক্ষায়!

HOME

এই লেখাটা শেয়ার করুন