ছড়া

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দেবীস্মিতা দেবের ছড়া

আমপান্না


গজানন মান্না

খেয়ে আমপান্না

যেমনটা চেয়েছেন

সেই টেস্ট পান না।

এক ঢোঁক খেয়ে তাই

জুড়ে দেন কান্না।

বলে দেন সাফ সাফ

আর খেতে চান না।

বাথরুমে চানে গিয়ে

আজ গান গান না।

দুঃখে মুষড়ে পড়ে

অফিসেও যান না।

গিন্নিকে বলেন না

কী কী হবে রান্না।

মনেতে দুঃখ তাই

কিচ্ছুটি খান না।

গিন্নিরে কেঁদে কন

এটা কোনো ভান না।

নিচ্ছি অফিসে ছুটি

এটা কোনো Fun না।


            HOME

এই লেখাটা শেয়ার করুন