কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুবিনয় দাশের কবিতা

লক্ষ্মীকান্ত শিকদার

 

খবর শুনি লক্ষ্মীকান্ত শিকদার

মাতালের বন্ধু, উধাও আংটিজোড়া

টেবিলের উপর থেকে

ভাঙা আলমারি, তার ভেতরের

কাপড়চোপড়, সজনেডাঁটার

চচ্চড়ি ভীষণ প্রিয় মা'র


জলে ভেজা গামছা, আবাসনের

সিকিউরিটি গার্ড, চাক্কাজ্যাম

যাকে বিশ্বাস করি তার নামে

ফোন ধরি, তাসের আসরে

মাল খাই


আর বৃষ্টিকে বলি বাই বাই



কলেজ


কলেজ যেদিকে, তুমি সে

দিকের ছাত্র, যা চাকচিকে শহর

উন্নয়নের ফিরিস্তি, শহরে অটো

দৌরাত্ম্য, ডাক্তারদের কর্মবিরতি

নজর রাখছি স্বাস্থ্যমন্ত্রী বললেন


ইদানীং সকাল সকাল ঘুম

ভাঙে না, প্রচন্ড গরম, দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি

পার করবে বলে মনে হচ্ছে

প্রাতঃভ্রমনে লোকজন রাস্তার

ফুল গাছ থেকে ফুল কুড়োচ্ছে


খবর শোনা যাচ্ছে সকালের


               HOME

এই লেখাটা শেয়ার করুন