কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বাপ্পা চক্রবর্তীর কবিতা

ফেরি দেয় মেঘ


তোমাকে ফেরিঅলা বললে মন্দ কি

তুমি তো কবি।


রচনা ফেরি করে ঘুরে বেড়াও

ঘুরে বেড়াও মনোরথে বসে দিক দিগন্ত,

তোমাকে কিছু বললে,

আমাকে বলা হয়ে যায় এও ঠিক।


পাখিকে কিছু বললে কিংবা গাছকে--

কবিতার কোনো অসুবিধা হবে না তো!

আমি তোমাকেই সবকথা বলে যাব,

কবি আর কবিতায়

ফেরি আর বেদুইন


ডুব দিলে জলে মাছ, আকাশে মেঘ,

সবাই ফেরিঅলা –

আর আমি!


                      HOME

এই লেখাটা শেয়ার করুন