কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রণজিৎ রায়ের কবিতা

অন্ধকার জীবন


নেপালের মাটি থেকে সীমান্ত সেতুতে

পায়ে ছোঁয়া লাগতেই

আমার স্নিগ্ধতা মুছে রুক্ষ জীবন

লালফৌজের রক্তচক্ষুর সামনে

মাটি স্পর্শ করতেই

ক্রূরতা রক্তে ধমনীতে হাঁটাহাঁটি।


যুক্তিবাদ হারিয়ে হাততোলা জীবন

সব শেয়ালের হুক্কাহুয়ার মতো


আদিম অন্ধকার ভুবন

মুখোমুখির সাহস হারিয়ে

লেজ গুটিয়ে অন্ধকারে দৌড়াদৌড়ি।


মানস সরোবরের জলে কত যে ম্যাজিক

দালাই লামার প্রতিচ্ছবি অতলে

প্রাণখোলা হাসির পরিচিত শব্দ

ক্রূরতা মুছে ধমনীতে

গণতন্ত্রের মুক্ত বাতাসের দাপাদাপি।


                       HOME

এই লেখাটা শেয়ার করুন