কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুতপা চক্রবর্তীর কবিতা

ঠা


কাঠের চোঙাতে ফুঁ দেওয়া

কোনো শক্ত কাজ নয়। প্রয়োজন এক চিমটি

আগুনের।

যার ভেতরে গনগনা লাল

কয়লা

বাইরে কালো রুক্ষ খোটটা


হীরককুচি।


তোমার সমস্তটা জুড়ে উনান


কয়লার-মাটির


নক্সাকাটা তাতে।


পাশে

কাচের শিশি

সলতে পাকানো। উপরে মাচায়

একহাট লাকড়ি!


তুমি কার জন্য সবুর কর, রুটি মাখো ডালডা দিয়ে?


                HOME

এই লেখাটা শেয়ার করুন