কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সৌভিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা

হাওয়ার ভাষায়


আহত চিতার মত, আলোয় পিছলে যায় পার্ক স্ট্রিট

ম্যাগনোলিয়ার দরজা ঠেলে রাস্তায় বেরিয়ে আসে

নিরুদ্দেশ মোনিকা চৌহান, সিগারেট ধরায়...

কলকাতা নামে, কোনো শহর কি ছিল কখনো কোথাও ?

চিঠি আর টেলিফোন, ইমেল আর চলভাষ

কোথাও পৌঁছোয়না, আলোর বুদ্বুদে চোখে অন্ধকার নামে

ভালোবাসা, সেই কবে কোভালাম বিচে গিয়েছিল, আর ফিরে আসেনি কখনো

প্রিয় মুখ, জটিল মানচিত্র হয়ে গেলে, মনে হয়

বড় বেশি অপচয় হয়েছে সময়…

হাইরাইজ অনুবাদ করতে গিয়ে

যে ছেলেটি জ্যোৎস্নায় ভেসে যাওয়া অরণ্য হয়ে গেছে আজ

পাঁচ-দশ বছর পর, সে তোমার দরজায় বেল দেবে ঠিক একদিন

কথা হবে, হাওয়ার ভাষায়...

               

               HOME

এই লেখাটা শেয়ার করুন