ফিরেছি আবার
ধুলো ওড়ে পায়ে পায়ে আকাশে আকাশে ওড়ে ধুলো
তুমি ভাবো পাখি, ভাবো মহাকাল ঠোঁট দু’টো ছুঁলো
এই ধুলো গান হয়ে ছিল বাউলের কালো চোখে
ধুলোর অধিক গান ডেকে ডেকে ওঠে, পথ রোখে
তুমি ভাবো ঋতু যায় হাওয়ায় হাওয়ায় ওঠে শিস
বসন্ত এসেছে ফিরে জঙ্গলে পাতারা হিস হিস
এই চলা সংশয়ের, এই গান বিষ ঢালে পথে
আমারও যাবার কথা আড়ালে আড়ালে কোনোমতে
সব ধুলো মন জানে, সব মনে আকাশের ঠাঁই
গানের পরের নদী বাজে আজ দোতারা ছাড়াই
সহস্র জনম পরে ফিরেছি মাটির এই দেশে
আমার গানের ধুলো ফের সত্য হয়ে ওঠে, হাসে
পরিচিতি
আমি তো কিছু নই
শুধু খোলা পথ
এখন সূর্য উদয়
আর অমাবস্যা একই সঙ্গে
ভোর আর কৃষ্ণপক্ষ একই সঙ্গে
তারাভরা নীল গায়ে দিয়ে
যেন বালি সরাবার জন্য এতটুকু আসা
যেন কাঁটা তুলতে তুলতে ভ্রমণ
এছাড়া পাই যা যা
নুড়ি কাঁকড় শামুক
রণ আর রণনের রক্তমাখা
এই লেখাটা শেয়ার করুন