কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

তোফায়েল তফাজ্জলের কবিতা

গায়ে পড়ে

  

গায়ে পড়ে ভিন্নমতকে মটকাতে কথার লহর না লেলিয়ে

নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে।

কমে আসবে নাড়ির বিদ্রোহ, চাপে পড়বে

অপরাধ প্রবণতা, মরচের দখলে যাবে ধার;

ভেঙে পড়বে কারসাজি-বিস্তার, পোঁতা খুঁটি।

দেশ ছাড়া হবে অজানা ভয়ের ভুত।

কাশফুল বাতাসের ছোঁয়া পাবে জনতার মন।


অন্যকে হাসির পাত্র বানিয়ে কী লাভ,

কতো কেজি কমে যাপিত যন্ত্রণা, শোকায় কি পূর্বজেরের নালী ঘা?

মুছে কি ক্ষতের মোটা মোটা তাজা দাগ?


শক্তির পতনে চোখ কি দেখবে না এর পুনরাবৃত্তির

লেলানো বৃত্তান্ত?


এতে, কখন কে টানবে দাড়ি?

স্বস্তিরা কখন ঘরে ঘরে?

 

                      HOME

এই লেখাটা শেয়ার করুন