কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কৃত্তিবাস চক্রবর্তীর কবিতা

আমার শব্দমালা


আমার শব্দমালা চেনে না আমায়। বলে, তুমি তো আপসকামী

শান্তির ছদ্মবেশে তুমি আসলে ভীরু। বলতো, কী যুদ্ধের মুখোমুখি দাঁড়

করিয়েছ আমাদের এতকাল! আমরা তো ক্রমাগত যুদ্ধরত, এছাড়া কীইবা

করার আছে! কখনো ঝুলিয়েছ আকাশ জুড়ে ঝান্ডা, নক্ষত্রকে করেছ

জ্বলন্ত অঙ্গার, আকাশ থেকে ঝরিয়েছ তুবড়ির স্ফুরণ! হায়! যুদ্ধ তো 

হলো,

এবার একটু আদুরে বাতাস ভাসাও, একটু উড়ে বেড়াই, একটু হৃদয় জুড়োই।

মুক্তি দাও আমাদের না হলে কবিতার গা থেকে আমরা ঝরাপাতার মতো

ঝরে যাবো। দহরম মহরম তো হলো অনেক, এবার একটু আমাদের দিকে চোখ তোলো!


                       HOME

এই লেখাটা শেয়ার করুন