ভুল ঠিকানায়
একটি ভুল প্যাকেট ফেলে গেছে হেমন্তের পোস্টম্যান
খুলে ফেলেছি অযাচিত কৌতূহলে
সযত্নে রচিত পুরনো চিঠির ঝাঁপি
দুজন অচেনা মানুষ মানুষী
তাদের ঘিরে আছে একটি বাড়ি
কোজাগরীর জ্যোৎস্না, নিঝুম বর্ষা
আবছায়া আরো কত আত্মীয় পরিজন
প্রতিবেশী মেয়ের পলাশ গল্প, মহুয়া গান
আমি ছুঁতে থাকি লাইনের পর লাইন, শালবন
চিঠির নিঃশ্বাস, আমাকে দুভাগ করে
একপাতায় ক্ষয়, অন্যপাতায় মধু
আমি কেউ নই, তবু যেন কোন এক অশরীরী
এই চিঠিদের ঠিকানা হারিয়ে গেছে
তাদের গ্রীবায় সারসের ঝাঁক
সূর্যাস্তে খুঁজে যায় নীল ডাকবাক্স
আমায় ঢাকছে চিঠির পালক,
সবুজ স্ট্যাম্প বলে দিচ্ছে, আমিই তাদের ঠিকানা এই সন্ধ্যায়
অঙ্গরাগ
আমি তোমার অন্য লোক
গুহাপৃথিবীতে ঘামছি একা
জল খাবে বলে দাঁড়িয়ে আছো ঝর্ণা ঘেঁসে
হরিণ হয়ে হাঁটছি পাশে
একটুখানি মেঘ করেছে চোখে, তাতেই বৃষ্টি সর্বনাশা
এমন করেই শহর জুড়ে তৈরি হয় গভীর বন
দশতলাতে কান্না একা
ভুলছো শুধু ক্ষিদে পায়, তোমার আমার একইসাথে
হাতের তলায় মেঠো খাবার, ঝাল লেগেছে, চাটছি সুখে, আলো নিভিয়ে
এই লেখাটা শেয়ার করুন