শুভেশ চৌধুরীর কবিতা
আজ কাল পরশু শুভেশ চৌধুরী আজ কাল কেউ কথা রাখে না ছিনিয়ে নেয় আশ্বাস কথা রাখতে না পারা এখন বিলাস যারা কথা রাখতে পারে না তাদেরই নারী জমি জিরেত ইতিহাস ভূগোল বোঝা যাচ্ছে সব কিছু পাল্টে যায় পাল্টে যায় নদীর স্রোত মানুষের স্রোত হরিপদ ঈশ্বর বিশ্বাস করেও পায়নি পরিত্রাণ নবারুণও নতুন সূর্য নিয়ে উপস্থিত কাহাকে ধরি কে পরিত্রাতা নিজেকে বিশ্বাস, সাহায্য না করলে পাবে না ঈশ্বর বা, সে বাঁশির সুর যার সুরে সুরে হবে পথ চলা ক্লান্ত লাগছে ধরণী…









